জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 29, 2024

জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ

 চ্যানেল 24 ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের ভোট ঘিরে জজ কোর্ট চত্ত্বরে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ ফেব্রুয়ারি) কোর্ট চত্ত্বরে এই ঘটনা ঘটে।

এর আগে নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ঘটনায় সময় হাতাহাতি ঠেলাঠেলিতে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানান তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হয়। বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে প্রথম দিনে চার হাজার ১৩০ জন ভোট দেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages