হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষিকা - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 29, 2024

হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষিকা

ekattor.tv

 নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪,

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন শিক্ষিকা রুমিয়া সরকার।


এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।


শিক্ষার্থীরা জানায়, বুধবার বিজ্ঞান ক্লাস চলা কালে শিক্ষার্থীদের চুল কেটে দেন বিদ্যালয়ের বিজ্ঞান এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শিক্ষিকা রুমিয়া সরকার ।


চুল কেটে নেয়া এক শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের চুলে ঝুঁটি বাঁধা ছিলো। ঝুঁটি খুলিয়ে চুল কেটেছে। আবার বলেছে, আরতো কিছুই করিনি, চুলইতো শুধু কেটেছি।


সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহামেদ জানান, অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে এবং উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে জানান ইউএনও সাব্বির আহমেদ।


সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া মো. ফরিদ বলেন, ক্লাসেই কাঁচি ছিলো তাই হাতের কাছে পেয়ে এমন কাজ করে ফেলেছেন । তবে কাজটা অন্যায় করেছেন তিনি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages