‘দুর্নীতিতে দশ নম্বর বাংলাদেশ’ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 31, 2024

‘দুর্নীতিতে দশ নম্বর বাংলাদেশ’

 

‘দুর্নীতিতে দশ নম্বর বাংলাদেশ’, এটি দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এবার বাংলাদেশের অবস্থান হয়েছে দশম, যা গত বছর ছিল ১২তম। কাছাকাছি স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে।

“টিআইবি তো বিএনপির দালাল, বিএনপি যা বলে, টিআইবিও তা বলে। এসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট আছে। বিশ্ব জুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব, সেখানে অবস্থানগতভাবে কোনো কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান,” টিআইবি’র প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages