গাজার কথা বলতে গিয়ে কাঁদলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 31, 2024

গাজার কথা বলতে গিয়ে কাঁদলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

 ইনডিপেনডেন্ট ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:২৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। ছবি: রয়টার্স


ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে তিনি যুদ্ধবিরতিরও আহ্বান জানান। 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গেব্রেয়াসুসও যুদ্ধের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় বাঙ্কারে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। 


মঙ্গলবারের বৈঠকে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমার নিজের অভিজ্ঞতার কারণে আমি বিশ্বাস করি যে যুদ্ধ কোনো সমাধান আনে না। যুদ্ধ আরও, আরও ঘৃণা, আরও যন্ত্রণা, আরও ধ্বংস ডেকে আনে। তাই আসুন শান্তি বেছে নেওয়া যাক এবং রাজনৈতিকভাবে এই সমস্যাটির সমাধান করি।’


গাজার পরিস্থিতিকে নারকীয় উল্লেখ করে গেব্রেয়াসুস বলেন, ‘আমি মনে করি আপনারা সবাই দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলেছেন।  আশা করি সত্যিকারের সমাধানের মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে।’ 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় এক হাজার ২০০ ইসরায়েলির মৃত্যু হয়। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

লিঙ্ক:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages