‘অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার’ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 31, 2024

‘অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার’

 

‘অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রফতানি প্রণোদনা প্রত্যাহার’, এই খবরটি বণিক বার্তার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, এক সার্কুলারের মাধ্যমে গত ৩০শে জানুয়ারি মোট ৪৩টি রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা প্রত্যাহারের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।


এই ৪৩টি পণ্যের মাঝে অধিকাংশই আবার গার্মেন্ট খাতের। মূলত, স্বল্পোন্নত দেশের কাতার থেকে চূড়ান্তভাবে বের হওয়ার পদক্ষেপ হিসেবে এসব পণ্যে প্রণোদনা প্রত্যাহার করা হয়। নিয়ম অনুযায়ী, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা যাবে না।


তবে এটি একসঙ্গে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


যদিও বৈদেশিক মুদ্রার এই সংকটের সময় অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।





লিঙ্ক:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages