![]() |
| প্রতীকী ছবি |
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদরের বড়স্টেশন মোলহাড এলাকায় বজ্রাঘাতে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।
নিহতরা হলেন- ওয়াহিদা বেগম, ওয়াহিদার মেয়ে রেহেনা বেগম, রেহেনার ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা রোববার দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় ঘুরতে আসেন। এ সময় হঠাৎ বজ্রপাতে চারজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/কেআই


No comments:
Post a Comment