নৈতিক শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 6, 2019

নৈতিক শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নৈতিক শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সম্প্রতি হযরত শাহ্ আলী মডেল হাইস্কুলের সকল শিক্ষকের জন্য ওই স্কুলে দিনব্যাপী নৈতিক শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) এবং হযরত শাহ্ আলী মডেল হাইস্কুলে যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে স্কুলটির ৩৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে শিক্ষার ধারণা, শিক্ষানীতি, লক্ষ্য ও উদ্দেশ্য (প্রাথমিক ও মাধ্যমিক), শিক্ষাক্রম, পাঠ্যসূচি এবং জীবন দক্ষতা বিষয়ে সেশন পরিচালনা করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মিজানুর রহমান রাজু। নৈতিকতার তত্ত্বগত ধারণা এবং শিক্ষা ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন সিইই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা। দৈনন্দিন জীবনে আইন ও নৈতিকতা বিষয়ে সেশন পরিচালনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সিইই-এর পরিচালক প্রফেসর ড. মিজানুর রহমান। নৈতিক জীবনাচরণ, আমার জীবন, পরিবার ও করণীয় বিষয়ে আলোচনা করেন আহ্ছানিয়া মিশন কলেজের প্রিন্সিপাল শেখ সাঈদ আলী। জীবন ও জীবিকার লক্ষ্য এবং নৈতিকতার মানদণ্ডে আমি কতটা মানবিক এবং নৈতিক শিক্ষা কোর্স ও ফ্যাসিলিটেটর ম্যানুয়াল ও সিইই কর্তৃক প্রকাশিত ডায়েরির পরিচিতিমূলক সেশনটি পরিচালনা করেন সিইই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. সাইফুজ্জামান রানা।

প্রশিক্ষণ কার্যক্রমটি আলোচনা, প্রশ্ন-উত্তর, প্রদর্শন, খেলা এবং মুক্তচিন্তার ঝড় এই পদ্ধতিগুলোর সমন্বয়ে পরিচালিত হয়েছে।

স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক এম এ হামিদ। এ ছাড়াও বক্তব্য প্রদান করেন স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি মিয়া মো. লুৎফর রহমান।

প্রশিক্ষক চিন্ময় মুৎসুদ্দীর পরিচালনায় পরিচিতি, জড়তামুক্তকরণ ও প্রশিক্ষণ প্রত্যাশাবিষয়ক সেশনের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী এই প্রশিক্ষণ। 

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) এবং নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্কুলে স্কুলে একটি নৈতিক শিক্ষা কোর্স পরিচালনা করছে প্রায় গত দুই বছর ধরে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages