পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ভোট কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করেছেন কমিশনার লিয়াকত আলি চাতা। এ ঘটনায় তিনি নিজের ও প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য জড়িত কর্মকর্তার বিচার চেয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রাওয়ালপিন্ডিতে ১৩ জন প্রার্থীকে জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে। ৫০ হাজার ভোটে ব্যবধানে পরাজিত হওয়া প্রার্থীকে ভোট বেশি দেখিয়ে আমরা জয়ী করেছি।
তিনি বলেন, আমি আজ ফজরের নামাজের পর আত্মহত্যা করতে চেয়েছিলাম। তবে পরে আমি চিন্তা করলাম, আমি কেন মহাপাপের মৃত্যুকে বরণ করে নেব? কেন আমি সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দেব না?
লিয়াকত আলী বলেন, রাওয়ালপিন্ডি ডিভিশনে ভোট জালিয়াতির দায়দায়িত্ব মেনে নিচ্ছি এবং নিজেকে পুলিশে সোপর্দ করছি।
এই কমিশনার বলেন, আমি রওয়ালপিন্ডি ডিভিশনে অবিচার করেছি। এই কাজ করার পর আমি রাতে ঘুমাতে পারিনি। এখন আমি শান্তিপূর্ণভাবে মরতে চাই। আমি যা করেছি, সে জন্য আমার শাস্তি হোক।


No comments:
Post a Comment