এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 17, 2024

এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল

 স্বয়ংক্রিয় দরজায় ত্রুটি

এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো মেট্রোরেল

উত্তরা-মতিঝিল-উত্তরা রুটের পল্লবী স্টেশনে হঠাৎ স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে আবারও মেট্রোর চলাচল স্বাভাবিক হয়।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে মেট্রোরেল। ফলে ভোগান্তিতে পড়েন উত্তরা-মতিঝিল রুটের মেট্রোর যাত্রীরা।

নাজমুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছিল না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রাখেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেন দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেননি। এ কারণে সিগন্যাল লস করে। সিগন্যাল না পাওয়ায় দরজা খোলেনি।


তিনি বলেন, পল্লবী এলাকায় মেট্রোরেলের স্বয়ংক্রিয় দরজায় সমস্যা দেখা যায়। দরজা সঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না। এ কারণে এক ঘণ্টা ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে ত্রুটি সারিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ঘুড়ি পড়ে মেট্রোর চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।


নিষেধাজ্ঞা সত্ত্বেও মেট্রোরেল এলাকায় উড়ানো হচ্ছে ঘুড়ি ও ফানুস। এতে বারবার ব্যাহত হচ্ছে মেট্রোর চলাচল। বিষয়টিকে ‘দুঃখজনক’ বলছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ বিষয়ে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের সবার উচিত সচেতন হওয়া। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও মেট্রোরেল সংলগ্ন এলাকায় ঘুড়ি ও ফানুস উড়ানো হয়, এটি খুবই দুঃখজনক। মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর প্রতি সবার যত্নবান হওয়া জরুরি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages