যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
লুঙ্গি পরে চলাচল ও ছাত্রলীগ সভাপতিকে সালাম না দেওয়ায় নির্যাতনের অভিযোগ
যশোর অফিস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪
অভিযুক্ত যবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সোহেল রানা। ছবি: সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ সভাপতির সামনে লুঙ্গি পরে চলাচল ও সালাম না দেওয়ায় এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর গুরুতর অসুস্থ ভুক্তভোগী ওই শিক্ষার্থী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের ৩০৮ নম্বর কক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মো. মাঞ্জুরুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
অপরদিকে অভিযুক্তরা হলেন যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, ছাত্রলীগ কর্মী ও ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের ইসাদ হোসেন, আল আমিন, শেখ বিপুল হাসান ও মুশফিক, ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা। এদের মধ্যে সম্প্রতি ক্যাম্পাসে বিশৃঙ্খলার দায়ে অভিযুক্ত ফয়সাল আহমেদকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করে। তারপরও তিনি ক্যাম্পাস ছাত্রলীগের ছত্রছায়ায় ছাত্রাবাসে অবস্থান করে আসছিলেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, শুক্রবার রাতে হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে সালাম না দেওয়া এবং লুঙ্গি পরিহিত অবস্থায় তার সামনে চলাচলের কারণে তাকে ডেকে ৩০৮ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে সভাপতি সোহেল রানার নির্দেশে বুকের ওপরে পা দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে হলের অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।



No comments:
Post a Comment