পঞ্চগড়ে তাপমাত্রা নেমে গেল ১০ ডিগ্রিতে - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 18, 2024

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে গেল ১০ ডিগ্রিতে

 নয়া দিগন্ত অনলাইন  ১৮ ফেব্রুয়ারি ২০২৪,

- ছবি - নয়া দিগন্ত


মাঘ মাসে কয়েক দফা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কিন্তু শীতের শেষ সময়েও জেলায় ঠাণ্ডা অনুভূত হচ্ছে বেশ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা কমেছে তিন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।


গতকাল কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়। সাথে বয়ে যাচ্ছিল হিমশীতল কাতাস। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছিল। আজ তাপমাত্রা এক লাফে ১০ ডিগ্রিতে নেমে যাওয়ায় ঠাণ্ডা আরো বেড়েছে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages