রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান, অস্ত্রসহ আটক ৩ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 25, 2024

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান, অস্ত্রসহ আটক ৩

  কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান, অস্ত্রসহ আটক ৩


কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটির তিন সদস্যকে আটক করা হয়েছে।


আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশের পেছনের লাল পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।


অভিযানে ২২টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন বোমা উদ্ধার করা হয়। এসময় আরাকান সালভেশন আর্মি (আরসার) গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেনকে আটক করা হয়।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, আটক তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের সোর্স হিসেবে কাজ করতেন। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসেন। তার নেতৃত্বে গহীন লালপাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিল।


তিনি বলেন, উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার হতো বলে দাবি করেন তিনি।


বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages