ন্যাম সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 20, 2024

ন্যাম সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ উগান্ডার কাম্পালায় আজ শনিবার ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দ্বিগুণ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তার বক্তব্যে এই আহ্বান জানান।

উগান্ডার কাম্পালায় চলছে ন্যাম শীর্ষ সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিন স্থানীয় সময় আজ শনিবার (২০ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি বিশ্বের সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও শান্তির সংস্কৃতিকে সমুন্নত রাখারও আহ্বান জানিয়েছেন।


পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া বক্তৃতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 


ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাদের জন্য ন্যায়বিচার দাবি করেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এবং তাদের সমর্থনে সকল প্রয়াস গ্রহণের আহ্বান জানান।


ন্যামের নতুন চেয়ারম্যান উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি গতকাল শুক্রবার এ শীর্ষ সম্মেলন  উদ্বোধন করেন। দুদিনের আলোচনা শেষে ‘কাম্পালা ঘোষণা’ ও ফিলিস্তিনের বিষয়ে একটি ঘোষণা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।





সূত্র :

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages