নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
ঘন কুয়াশার কারণে আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। পরে ডাইভার্ট হয়ে চারটি উড়োজাহজ চট্টগ্রামে ও একটি কোলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টার পর রানওয়ে দৃশ্যমান হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট ওঠা-নামায় সমস্যা দেখা দেয়। সকাল ৯টার পর রানওয়ে দৃশ্যমান হলে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে আসে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শীত মৌসুম শুরুর পর শাহজালাল বিমানবন্দরে প্রায় প্রতিদিনই ফ্লাইট ওঠা-নামা বিঘ্নিত হচ্ছে। এতে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে পারছে না বিমান সংস্থাগুলো।
তবে বিমানবন্দরের আইএলএস ক্যাটাগরি দুই উন্নতি হলে তিন শ ৫০ মিটার পর্যন্ত অদৃশ্য রানওয়েতেও ফ্লাইট অবতরণ করানো যাবে বলে জানান এভিয়েশন সংশ্লিষ্টরা।


No comments:
Post a Comment