১৮ জেলায় শৈত্যপ্রবাহ, এ অবস্থা কত দিন জানাল আবহাওয়া অফিস - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 24, 2024

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, এ অবস্থা কত দিন জানাল আবহাওয়া অফিস

 নিজস্ব প্রতিবেদকঢাকা

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪, ১১: ৩৩ 


ঘন কুয়াশায় সৈয়দপুর-রংপুর মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। নীলফামারী, ২৪ জানুয়ারিছবি: প্রথম আলো
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা আর দক্ষিণে মেঘ। দক্ষিণের জনপদ মোংলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তবে তাদের পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে; তারপরও দেশের ২১টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজকের মতো কাল বৃহস্পতিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এর পর থেকে আবার তা কমে যাওয়ার সম্ভাবনা আছে।

আজ সকালের দিকে দেশের চার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কথা বলেছিল আবহাওয়া অফিস। সকাল সাড়ে ১০টা তারা জানায়, সর্বনিম্ন তাপমাত্রা আজ উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটা ছিল এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। এর সঙ্গে আরও দুই জেলা মিলিয়ে মোট ১৮ জেলায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

তাপমাত্রা আজ যে বেড়ে গেল, এ প্রবণতা আগামী দুই দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেন, এর পর থেকে আবার তাপমাত্রা কমতে পারে। সে অনুযায়ী জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকতে পারে।

চারদিকে ঘন কুয়াশায় ঢাকা সড়ক। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে দিনের বেলাও বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালানো আছে। ছবিটি আজ বুধবার সকাল আটটায় কুমিল্লা সদর উপজেলার চানপুর এলাকা থেকেছবি: এম সাদেক
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ফরিদপুর অঞ্চল এবং দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মোংলায় আজ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দক্ষিণাঞ্চলের আকাশে মেঘ আছে। আর উত্তরের বিভিন্ন এলাকায় কুয়াশার দাপট কমেনি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages