দুই সিটিসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 24, 2024

দুই সিটিসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও ৯টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৯ মার্চ।


রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আজ বুধবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন জমার শেষ দিন। যাচাই–বাছাই শেষে প্রতীক বরাদ্দ করা হবে ২৩ ফেব্রুয়ারি। আর ভোট হবে ৯ মার্চ।

 


ইসি সচিব জাহাংগীর আলম জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আর ইউনিয়ন পরিষদ ও শূন্য পদে নির্বাচনে ব্যবহার করা হবে ব্যালট পেপার।

জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।


এদিকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করবে না বলে এরই মধ্যে জানিয়েছে। আর বিএনপি নির্বাচন বর্জনের কথা জানিয়েছে। তবে সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়ে সকলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসি।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages