মমতাকে ছাড়া জোট ভাবাই যায় না - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 24, 2024

মমতাকে ছাড়া জোট ভাবাই যায় না

 ‘মমতাকে ছাড়া জোট ভাবাই যায় না’, ক্ষুব্ধ তৃণমূল নেত্রীকে ফের বন্ধুত্বের বার্তা কংগ্রেসের

বাংলায় ইন্ডিয়া জোট জোটের মতো করেই লড়বে, ফের বলছে কংগ্রেস।


Published by: Subhajit Mandal

Posted:January 24, 2024 2:02 pm Updated:January 24, 2024 2:05 pm


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতাকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না। তৃণমূল নেত্রী লোকসভায় ‘একলা চলো’র সিদ্ধান্ত ঘোষণার পরও তাঁকে বন্ধুত্বের বার্তা পাঠাল কংগ্রেস (Congress)। এআইসিসি স্পষ্ট বুঝিয়ে দিল, যে কোনও মূল্যে মমতাকে জোটে চান তাঁরা।


কংগ্রেসের সঙ্গে জোট নয়। লোকসভায় (Lok Sabha Elections 2024) ‘একলা চলো’র বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি একপ্রকার ঘোষণা করে দিয়েছেন, বাংলায় সব আসনে একাই লড়বে তৃণমূল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কংগ্রেসের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। মমতার মতো প্রভাবশালী নেত্রী জোট ছেড়ে বেরিয়ে গেলে ‘ইন্ডিয়া’র (INDIA) ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠে যাবে সেটা ভালমতোই জানে হাত শিবির। সম্ভবত সেকারণেই, তৃণমূল নেত্রী একলা চলোর বার্তা দেওয়ার পরও তাঁর প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাল হাত শিবির।

কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ (Jairam Ramesh) স্পষ্ট বলছেন,”তৃণমূল এবং কংগ্রেস ইন্ডিয়া জোটের শক্ত দুই স্তম্ভ। তৃণমূলকে ছাড়া ইন্ডিয়া জোট ভাবাই যায় না। বাংলায় আমরা জোট হিসাবেই লড়ব। বিজেপিকে হারাতে যা করার করব।” জয়রাম রমেশের দাবি, ভারত ন্যায় যাত্রায় মমতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলছেন, “কংগ্রেস সভাপতি বারবার স্পষ্ট করেছেন এই যাত্রায় সব জোটসঙ্গীই আমন্ত্রিত। বাংলায় ইন্ডিয়া জোট, জোটের মতো করেই লড়বে।”

কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে অভিযোগ, বাংলাতেও রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রার পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার সহযোগিতা করছে না। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সেই অভিযোগ মানতে নারাজ। কংগ্রেসের শীর্ষনেতা কানহাইয়া কুমার বুধবার এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, কোথাও রাহুল গান্ধীর (Rahul Gandhi) পোস্টার, ব্যানার ছেঁড়া হয়ে থাকলে, সেটা বিজেপিও করে থাকতে পারে। শুধু ইন্ডিয়া জোটে ভাঙন ধরানোর জন্য।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages