'সুপ্রিম কোর্টে মেলেনি বাড়তি সময়, গোধরা জেলে গিয়ে আত্মসমর্পণ বিলকিসের ১১ গণধর্ষকের - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 22, 2024

'সুপ্রিম কোর্টে মেলেনি বাড়তি সময়, গোধরা জেলে গিয়ে আত্মসমর্পণ বিলকিসের ১১ গণধর্ষকের

 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশমতো গোধরা সাব-জেলে গিয়ে আত্মসমর্পণ (Bilkis surrendered) করলেন বিলকিস (Bilkis Bano) গণধর্ষণকাণ্ডের অপরাধীরা। রবিবার রাত ১১টা নাগাদ আত্মসমর্পণ করলেন ১১ জনই। অপরাধীদের জেলযাত্রার সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়েছিলেন গণধর্ষণকাণ্ডের অপরাধীরা। সু্প্রিম কোর্টে সেই আবেদন খারিজ করে দিয়ে ধর্ষকদের দু’দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনে সময় শেষ হওয়ার আগেই জেলে গেলেন অপরাধীরা।


জানা গিয়েছে, রবিবারই শেষ হয়েছে তাঁদের আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা। আর সময়সীমার মধ্যেই রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ দু’টি ব্যক্তিগত গাড়িতে করে গোধরা জেলের সামনে উপস্থিত হন বিলকিস বানো গণধর্ষণ মামলার ১১ অপরাধী। বর্তমানে আগামী ৮ বছরের জন্য ঠিকানা গোধরা সাব-জেল (Godhra Jail)।


২০২২ সালের ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে খুন এবং গণধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ১১ জনকে জেলে ‘ভাল আচরণ’ করার যুক্তি দিয়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। গুজরাট সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা বিলকিস বানো। গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট জানায়, গুজরাট সরকারের ওই সিদ্ধান্ত এক্তিয়ার-বহির্ভূত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ ছিল, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। কারণ ধর্ষকদের মুক্তি দেওয়ার এক্তিয়ার নেই গুজরাট সরকারের। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয় যে, খুন এবং ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনকেই দু’সপ্তাহের মধ্যে জেলে ফিরে যেতে হবে। আত্মসমর্পণ করতে হবে তাঁদের।


এর পরেই অপরাধীদের কয়েক জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আত্মসমর্পণ করার জন্য তাঁদের আরও কিছুটা সময় চান। তাঁদের যুক্তি ছিল, কেউ অসুস্থ। কারোর আবার ছেলের বিয়ে। একজন শীতে ফসল কাটতে যাবেন বলেও জানিয়েছিলেন আদালতে। অপরাধীদের সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও বাড়তি সময় দেওয়া হবে না তাঁদের। নির্ধারিত দিনেই তাঁদের জেলে ফিরতে হবে। সেই নির্দেশ মেনেই রবিবার রাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আত্মসমর্পণ করেন ১১ অপরাধী।




আরও পড়ুন:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages