এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২২ মার্চ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 22, 2024

এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২২ মার্চ

 কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১২:১৫ পিএম


সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় দুদকের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পেছানো হয়েছে। 


সোমবার (২২ জানুয়ারি) আদালতে মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.আছাদুজ্জামান আগামী ২২ মার্চ পরবর্তী নতুন দিন ধার্য করেন।


এর আগে ২০২২ সালের ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কমিশনের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন। 


মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত অনন্ত কুমার সিনহার নিউজার্সির প্যাটারসনে অবস্থিত ভ্যালি ন্যাশনাল ব্যাংকের একটি হিসাবে ৬০ হাজার ডলার জমা হয়। ওই একই হিসাবে অন্য একটি উৎস থেকে একই বছরের ১১ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত এক লাখ ৯৬ হাজার ৪৫৮ ডলার জমা হয়। 


এ টাকা দিয়ে ২০১৮ সালের ১২ জুন দুই লাখ ৮০ হাজার ডলারে (৮৬ টাকা ডলার হিসাবে বাংলাদেশি টাকায় দুই কোটি ৪০ লাখ ৮০ হাজার) এসকে সিনহার জন্য তিনতলা একটি বাড়ি কেনেন তার ভাই অনন্ত কুমার। 


তবে এসকে সিনহার বাড়ি কেনার বা বিদেশে অর্থপাচারে বৈধ কোনো উৎসের সন্ধান পায়নি সংস্থাটি। দুদক সংশ্লিষ্ট সূত্র মনে করে, এসকে সিনহা বিভিন্ন সময়ে ঘুষ হিসেবে যেসব টাকা গ্রহণ করেছেন তা বিদেশে পাচার করেছেন। তাই দুদক তাদের বিরুদ্ধে মামলা করেন।


উল্লেখ্য, সাবেক ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় পৃথক দুই ধারায় এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে মামলার শুরু থেকেই এসকে সিনহা বিদেশে পলাতক রয়েছেন।




আরও পড়ুন: বাবরি মসজিদ থেকে রামমন্দির, এক নজরে ৪৯৬ বছরের ইতিহাস



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages