পশ্চিমবঙ্গে পাচারকালে এক লাখ ৬৬ হাজার মার্কিন ডলার জব্দ
৪ জানুয়ারি, ২০২৪ ১৫:৩৮
বিএসএফ
পাচার চেষ্টার অভিযোগে ১ কোটি ৩৯ লাখ রুপি মূল্যের মার্কিন ডলার জব্দ করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার নদীয়া জেলার বেতাই সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে এই অর্থ জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেতাই সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে চারটি বান্ডিলে থাকা ১ লাখ ৬৬ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত মার্কিন ডলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জেলার চাপড়া কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল


No comments:
Post a Comment