'ভোট সুষ্ঠু হয়নি, আমার কাছে প্রমাণ আছে'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎকার নিয়ে দৈনিক সমকালের প্রধান শিরোনাম ‘ভোট সুষ্ঠু হয়নি, আমার কাছে প্রমাণ আছে’।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, সাতই জানুয়ারির নির্বাচনের পরই দলটির মধ্যে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। অভিযোগ উঠেছে নির্বাচনে অংশ নিয়ে সরকারের কাছ থেকে টাকা পেয়েছে জাতীয় পার্টি। কিন্তু সেই টাকার প্রার্থীদের অনেকেই পান নি। অনেক প্রার্থী অভিযোগ করেছেন, এই টাকা ভাগ বাটোয়ারা হয়েছে জিএম কাদেরসহ শীর্ষ নেতাদের মধ্যে।
এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন, এই নির্বাচনে যে ২৬টি আসন নিয়ে সরকারের সাথে জাতীয় পার্টির সমঝোতা হয়েছে সেই আসনগুলো বাদে বাকি কোথাও ভোট সুষ্ঠু হয় নি।
তার কাছে প্রশ্ন ছিলো, নির্বাচনে অংশ নিতে সরকারের পক্ষ থেকে চাপ ছিলো কী না। সেখানে তিনি সরাসরি বলেছেন এ প্রশ্নের উত্তর তিনি দিতে চান না।
নির্বাচনে বিভিন্ন জায়গার অনিয়মের উদাহরণ টেনে তিনি লালমনিরহাট-৩ আসন বলেছেন, এই আসনে নির্বাচনের দিন দুপুর ১২টা থেকে একটার মধ্যে সব কটি ভোটকেন্দ্র দখল হয়েছে। এসব কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টরা অবৈধ সিলমারা ঠেকাতে গেলে পুলিশ তাদের বাঁধা দিয়েছে বলেও অভিযোগ জিএম কাদেরের।


No comments:
Post a Comment