ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 22, 2024

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

 নয়া দিগন্ত অনলাইন  ২২ জানুয়ারি ২০২৪, ১০:৪৬

- ছবি - ইন্টারনেট


রাজধানী ঢাকা আজ অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল। সূর্য উঁকি দিলেও কুয়াশার কাটাতে পারেনি সেভাবে। ফলে শীত জেঁকে ধরেছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছে ঢাকা।


আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক বলেন, আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ডিগ্রি সেলসিয়াম কমেছে।

আবহাওয়া অধিদফতর বলছে, গতকাল রোববার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেই স্থানগুলো হলো রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।




আরও পড়ুন:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages