পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 18, 2024

পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রশ্নের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

জাতীয় সংবাদপত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেয়া বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া দুজন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়ার ঘটনায় ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বিজ্ঞাপনটিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও।


প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দিতে দেখা গেছে সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানকেও। নানা প্রতিষ্ঠানের এমন বিজ্ঞাপন দেয়া এবং এজন্য ব্যয় করা অর্থের উৎস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা।

কী রয়েছে বিজ্ঞাপনে?
উপাচার্য ড. শিরীণ আখতার যে বিজ্ঞাপনটি দিয়েছেন,তাতে বিশ্ববিদ্যালয়ের লোগো ও উপাচার্য হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন।

বিজ্ঞাপনটিতে ‘বীর চট্টলার দুই কৃতী সন্তানকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করায় বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা’ জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ‘আপনাদের সুযোগ্য নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ - ২০৪১ রূপকল্প বাস্তবায়নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে’।

যদিও ১১ই জানুয়ারি শপথ গ্রহণের পরদিনই নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নির্দেশ দিয়েছিলেন কেউ যেন এ ধরনের অভিনন্দন বা শুভেচ্ছা না জানায়। ওইদিনই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে।

এ নোটিশে বলা হয়েছিলো- ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী দীপু মনি এবং বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন’।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages