শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পড়ানো যাবে না: হাইকোর্ট - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 30, 2024

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পড়ানো যাবে না: হাইকোর্ট

 প্রকাশিত: ১১:৪৩, ৩০ জানুয়ারি ২০২৪

আপডেট: ১১:৪৮, ৩০ জানুয়ারি ২০২৪

মাসউদুর রহমান রানা, 

সিনিয়র রিপোর্টার


শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পড়ানো যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে গণহারে ডান্ডাবেড়ি পড়ানো অবৈধ নয়, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

আগামী ১১ মার্চ রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি নাজমুল মৃধার করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী জানান শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দুর্ধর্ষ প্রকৃতির বন্দিদের আদালতে হাজিরা বা অন্যত্র আনা-নেয়ার ক্ষেত্রে ডান্ডাবেড়ি পড়ানো যাবে। এর বাইরে কোনো বন্দি বা আসামিকে ডান্ডাবেড়ি পরানো যাবে না।



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages