রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচন সংশ্লিষ্টরা পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান।
শনিবার (৫ অক্টোবর) সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রংপুর নগরের বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অভিযোগ করেন তিনি।
রিটা রহমান অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের রাতে সদর উপজেলার ৪টি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার দলীয় নেতাকর্মীদের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়েছে। পুলিশি হয়রানির ভয়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ব্যার্থ হয়েছে। অন্যায়ভাবে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির নিন্দা জানাচ্ছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর করার পরো তারা কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।
মাঠ সুষ্ঠু নয় এমন অভিযোগ করে রিটা রহমান বলেন, ‘আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ভোটের মাঠ সুষ্ঠু রাখেন। নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা ‘পক্ষপাতিত্ব’ করছেন। ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ।’
ভোটার উপস্থিতি নিয়ে এ প্রার্থী বলেন, নির্বাচন ও ইভিএম নিয়ে মানুষ আশাহত। তাই এই নির্বাচনে জনসম্পৃক্ততা নেই। পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছে না বলে অভিযোগ করেন তিনি।
রিটা রহমানের সঙ্গে ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।
এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।


No comments:
Post a Comment