আল্লামা লুৎফুর রহমানের ইন্তেকাল - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 3, 2024

আল্লামা লুৎফুর রহমানের ইন্তেকাল

 নয়া দিগন্ত অনলাইন  ০৩ মার্চ ২০২৪

আল্লামা লুৎফুর রহমান - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আল্লামা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। আজ রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।



এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজবাড়িতে অসুস্থ হয়ে পড়েন মাওলানা লুৎফুর রহমান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় তাকে।


আল্লামা লুৎফুর রহমান ১৯৪০ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের জন্মগ্রহন করেন। কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ ছিলেন। পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।



মাওলানা লুৎফর রহমান ব্যক্তিজীবনে পাঁচ মেয়ে ও দুই ছেলের জনক।



জানাজা

মাওলানা লুৎফর রহমানের নামাজে জানাজা আজ রোববার রাত ৮টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এশার জামাতের পর অনুষ্ঠিত হবে।


জামায়াতের শোক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরেন-এর কেন্দ্রীয় সভাপতি বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।



দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান শোকবাণীতে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরেন-এর কেন্দ্রীয় সভাপতি বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা লুৎফুর রহমান গত ১৪ ফেব্রুয়ারি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।



শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লামা লুৎফর রহমান ছিলেন একজন খ্যাতিমান ইসলামী পণ্ডিত ও দা’য়ী ইলাল্লাহ। তিনি জামায়াতে ইসলামীর একজন রুকন হিসেবে দ্বীন কায়েমের ব্যাপারে নিরলস ও সাহসী যোদ্ধা ছিলেন। বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ইত্তেহাদুল উম্মাহসহ তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বহু দ্বীনি প্রতিষ্ঠান ও মাদরাসার সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন আলেম-উলামা ও তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার। তিনি শিরক, বেদআত ও ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।


তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং জান্নাতুল ফিরদাউসে উঁচু মাকাম দান করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শোক


বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও মাজলিসুল মুফাসসিরেন কেন্দ্রীয় সভাপতি আল্লামা লুৎফুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।


এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা লুৎফর রহমান ছিলেন বিশ্বখ্যাত দাঈ এবং যুগশ্রেষ্ঠ মুবাল্লিগ। তিনি শুধু দেশীয় অঙ্গনে নন বরং বিশ্বের বিভিন্ন দেশে মানুষের কাছে পবিত্র কুরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দিয়েছেন। সর্বোপরি তিনি একজন প্রত্যাত বাগ্মী হিসাবে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মরহুম অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় তাফসির পেশের মাধ্যমে দাওয়াতি অঙ্গনে এক বৈপ্লবিক ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। বস্তুত তিনি ছিলেন জাতির আধ্যাত্মিক নেতা। মরহুম আল্লামা লুৎফর রহমান দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যেই জীবনের সকল কর্মপ্রচেষ্টা নিয়োজিত করেন এবং জীবনের শেষ পর্যন্ত সে লক্ষ্যেই অবিচল ও আপোষহীন ছিলেন। বস্তুত, তিনি ছিলেন ইসলামী আন্দোলনে অন্যতম সিপাহসালার। তার মৃত্যুতে আমরা একজন ইলমী অবিভাবককে হারালাম। তার শূণ্যতা সহজেই পূরনীয় নয়।



মহানগরী নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সাবরে জামিলের তাওফিক কামনা করেন।


শ্রমিক কল্যাণের শোক


প্রখ্যাত আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি আল্লামা লুৎফর রহমান (৮৫)-এর ইন্তেকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


আজ এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা লুৎফর রহমান দীর্ঘ ৫০ বছরের অধিক সময় কুরআনের দাওয়াত নিয়ে দেশ-বিদেশে ছুটে বেড়িয়েছেন। সহজ-সরল ভাষায় সাধারণ মানুষকে সত্য সুন্দরের পথে অবিরত দাওয়াত দিয়ে গেছেন। পথহারা মানুষদের কুরআনের পথে নিয়ে আসার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। বিভিন্ন পথ ও মতের মানুষ তার জ্ঞানগর্ভ আলোচনা শুনার জন্য দূর-দূরান্ত থেকে পঙ্গপালের ন্যায় ছুটে আসতো। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি।


আল্লামা লুৎফর রহমান এদেশের হাজারো আলেমের কাছে উজ্জ্বল আদর্শ ছিলেন। হাজার হাজার আলেম তৈরিতে তার ভূমিকা জাতি কৃতজ্ঞার সাথে আজীবন স্মরণ করবে। দ্বীনি শিক্ষার প্রসার ও বিস্তারে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।


আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারবর্গ ও তার শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন শোকাহত মানুষদের ধৈর্য ধারণ করার তাওফিক দিন। মরহুমের ভুলত্রুটি ক্ষমা করুন এবং কুরআনের খেদমত কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।



ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শোক

আল্লামা লুৎফুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা লুৎফর রহমান ছিলেন যুগশ্রেষ্ঠ মুবাল্লিগ ও দাঈ। তিনি অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী ভাষায় তাফসির পেশের মাধ্যমে দাওয়াতি অঙ্গনে এক বৈপ্লবিক ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তিনি এদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে বাস্তবায়নে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ও কর্মতৎপর ছিলেন। তার ইন্তেকালে আমরা একজন বিশ্ববরেণ্য আলেম ও ইসলামী আন্দোলনের সিপাহসালারকে হারালাম, তার শূন্যতা সহজে পূরণীয় নয়।


শোক বার্তায় জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages