চলতি বছর টানা তৃতীয় মাসে বাড়লো এলপিজির দাম - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 3, 2024

চলতি বছর টানা তৃতীয় মাসে বাড়লো এলপিজির দাম

 নয়া দিগন্ত অনলাইন  ০৩ মার্চ ২০২৪,

এলপিজির দাম আবারো বেড়েছে - ছবি : সংগৃহীত


তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হলো। ফলে চলতি বছর টানা তৃতীয় বার বাড়লো এলপিজির দাম।

নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বিকেল ৩টায় এলপিজির নতুন এ দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম কার্যকর হবে আজ সন্ধ্যা থেকেই।


এর আগে গত মাসের ৪ তারিখে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করে বিইআরসি। কার্যকর হয় সেদিন সন্ধ্যা থেকেই।


তার আগে চলতি বছরের জানুয়ারি মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।


এর আগে গত বছর এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফা বাড়ানো হয়েছিল, আর কমেছিল ৫ দফায়।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages