করোনায় আক্রান্ত হলেন ডিবি প্রধান হারুন - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 27, 2024

করোনায় আক্রান্ত হলেন ডিবি প্রধান হারুন

 নয়া দিগন্ত অনলাইন   ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার(২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।


ডিবি সূত্র জানায়, তিনি আজকেও ব্যাডমিন্টন খেলেছেন। আগামীকাল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় করোনা টেস্ট করা বাধ্যতামূলক। সে কারণে করোনা পরীক্ষা করিয়েছেন। এরপরই ফলাফল পজিটিভ এসেছে।



ডিবি জানায়, করোনা পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages