সাজার বিরুদ্ধে পি কে হালদারের বান্ধবী ও তার বাবার হাইকোর্টে আপিল - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 11, 2024

সাজার বিরুদ্ধে পি কে হালদারের বান্ধবী ও তার বাবার হাইকোর্টে আপিল

 

দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধা। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টে আপিল করেন তারা। অন্যদিকে, ভারতের আদালতে বিচারকাজ শেষ না হওয়ায় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত পি কে হালদারকে এখনই দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।


রোববার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খুরশীদ আলম খান বলেন, আমরা অপেক্ষা করছি কবে সেখানকার বিচারটা চূড়ান্ত হয়।

তিনি জানান, দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন পি কে হালদারের বান্ধবী অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধা। তবে তাদের সাজা বাড়ানোর বিষয়ে দুদক আবেদন করবে বলেও জানিয়েছেন এই আইনজীবী। 


আরও পড়ুন: সাগর-রুনি হত্যার ১ যুগ: সেঞ্চুরি পেরিয়েও দাখিল হয়নি তদন্ত প্রতিবেদন


গত বছরের ৮ অক্টোবর দুর্নীতির মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের (সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক) তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া মামলার ১৩ আসামির প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড দণ্ডিত করেন ঢাকার দশম বিশেষ জজ আদালত। দেশে পি কে হালদারের দুর্নীতির কোনো মামলায় এটিই ছিল প্রথম রায়।

লিঙ্ক:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages