নয়া দিগন্ত অনলাইন ১৯ ফেব্রুয়ারি ২০২৪
![]() |
| ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা - সংগৃহীত |
গাজায় চলমান গণহত্যাকে হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ইহুদি-নিধন’) সাথে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
সোমবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান গণহত্যার নিন্দা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, হলোকাস্টের সময় ছাড়া ইতিহাসে এমনটি আগে কখনো ঘটেনি। তিনি বিশ্বব্যাপী নীরবতা এবং গাজায় মানবিক সহায়তা বন্ধের তীব্র নিন্দা করেছেন।
লুলা দা সিলভা আরো বলেছেন, ‘এটি একটি গণহত্যা, এটি নারী ও শিশুদের বিরুদ্ধে সেনাবাহিনীর একটি অত্যন্ত পরিকল্পিত যুদ্ধ।’
ব্রাজিলের প্রেসিডেন্ট গাজার যুদ্ধের সাথে হলোকস্টের যে তুলনা করেছেন, তাতে ক্ষিপ্ত নেতানইয়াহু।
বিবৃতি পেশ করে তিনি বলেন, ‘ইসরাইলের সাথে নাৎসি এবং হিটলারের তুলনা সমস্ত লক্ষণরেখা লঙ্ঘন করছে।’ এহেন মন্তব্য হলোকস্টের ভয়াবহতা কমানো এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পরিপন্থী, সাফ অবস্থান লাইকুদ পার্টির প্রবীণ নেতার।
এদিকে এর প্রতিবাদে সোমবার ইসরাইলে ব্রাজিলের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


No comments:
Post a Comment