যুক্তরাষ্ট্রের মন্ত্রী আফরিন আক্তারের সাথে বিএনপির বৈঠক - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 24, 2024

যুক্তরাষ্ট্রের মন্ত্রী আফরিন আক্তারের সাথে বিএনপির বৈঠক

 অনলাইন প্রতিবেদক  ২৪ ফেব্রুয়ারি ২০২৪

যুক্তরাষ্ট্রের মন্ত্রী আফরিন আক্তারের সাথে বিএনপির বৈঠক হয়েছে - ছবি : সংগৃহীত


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।


আজ শনিবার বিকেল ৩টায় গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।



যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট ও এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল ছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠকে রয়েছেন।


আজ দুপুরে ঢাকা পৌঁছায় যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দল। তিন দিনের সফরে শেষে ২৬ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages