ইতালিতে অভিবাসী আটক কেন্দ্রে অস্থিরতা, গ্রেপ্তার ১৪ - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 6, 2024

ইতালিতে অভিবাসী আটক কেন্দ্রে অস্থিরতা, গ্রেপ্তার ১৪

 পন্তে গ্যালেরিয়া নামের ওই আটক কেন্দ্রটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে নিরাপত্তা কর্মকর্তারা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেন।

ছবি: রয়টার্স

ইতালির রাজধানী রোমের নিকটবর্তী একটি আটক কেন্দ্রে এক তরুণের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার পর ১৪ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববারের ওই অস্থিরতার ঘটনায় দুই পুলিশ ও এক সেনা আহত হয়েছেন। এ সময় বন্দিরা জোর করে বের হয়ে আটক কেন্দ্রের একটি কার পার্কে হাজির হয়, তারা বিভিন্ন জিনিস ছুড়ে মারে ও তোশকে আগুন ধরিয়ে দেয়। 


পন্তে গ্যালেরিয়া নামের ওই আটক কেন্দ্রটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে নিরাপত্তা কর্মকর্তারা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেন। ফিউমিচিনো বিমানবন্দর সংলগ্ন এই কেন্দ্রটিতে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের আটক রাখা হয়।


রয়টার্স জানিয়েছে, কেন্দ্রটির বন্দি গিনির ২১ বছর বয়সী এক তরুণ আত্মহত্যা করে। তার মৃতদেহের খোঁজ পাওয়ার পর সেখানে অস্থিরতা শুরু হয়।ইতালির রাজধানী রোমের নিকটবর্তী একটি আটক কেন্দ্রে এক তরুণের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার পর ১৪ অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববারের ওই অস্থিরতার ঘটনায় দুই পুলিশ ও এক সেনা আহত হয়েছেন। এ সময় বন্দিরা জোর করে বের হয়ে আটক কেন্দ্রের একটি কার পার্কে হাজির হয়, তারা বিভিন্ন জিনিস ছুড়ে মারে ও তোশকে আগুন ধরিয়ে দেয়। 


পন্তে গ্যালেরিয়া নামের ওই আটক কেন্দ্রটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে নিরাপত্তা কর্মকর্তারা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেন। ফিউমিচিনো বিমানবন্দর সংলগ্ন এই কেন্দ্রটিতে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের আটক রাখা হয়।


রয়টার্স জানিয়েছে, কেন্দ্রটির বন্দি গিনির ২১ বছর বয়সী এক তরুণ আত্মহত্যা করে। তার মৃতদেহের খোঁজ পাওয়ার পর সেখানে অস্থিরতা শুরু হয়।


ইতালির কোয়ালিশন ফর ফ্রিডম এন্ড সিভিল রাইটস (সিআইএলডি) জানিয়েছে, অবৈধ অভিবাসীদের এমন কেন্দ্রগুলোতে আটক রাখা হয় যেখানে স্বাস্থ্যসেবা ও আইনি সুরক্ষার কোনো সুযোগ নেই।  


পুলিশ ইউনিয়নগুলো অভিযোগ করে বলেছে, আটক কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেই যার ফলাফলে ভবিষ্যতে মারাত্মক পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে শঙ্কা তাদের।


“এই প্রত্যাবাসন কেন্দ্রগুলো সত্যিকারের টাইম বোমা,” বলেন মোসাপ পুলিশ অফিসার্স ইউনিয়নের মহাসচিব ফাবিও কনেস্তা।   


অভিবাসী সমস্যার মোকাবেলা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ। গত বছর সাগর পাড়ি দিয়ে প্রায় ১৫৭৬০০ অভিবাসী ইতালি গিয়ে পৌঁছান। অবৈধ অভিবাসীদের আগমণের এই ধারা বন্ধ করা মেলোনির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।

লিঙ্ক

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages