সেই ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 10, 2024

সেই ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার


আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় কুড়িগ্রাম সদর উপজেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভীর কবির চৌধুরী বিন্দুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী বহিষ্কারের আদেশ দেওয়া হয়।


এর আগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের মৃত্যুর ঘটনায় শোক ও ঘটনার কারণ উদ্ঘাটন করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজভীর কবির চৌধুরী বিন্দুকে (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা কুড়িগ্রাম) বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।


বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজ যেই করুক তাদের ঠাঁই নেই। আমরা রেজভীর কবির চৌধুরী বিন্দুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দল থেকে স্থায়ী বহিষ্কারের চিঠি পেয়েছি।


উল্লেখ, রেজভীর কবির চৌধুরী বিন্দুর বিরুদ্ধে পরিবহণ ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages