কেন্দ্রের সব পরীক্ষার্থী ভুয়া, সচিবসহ ৫৮ জন আটক - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 20, 2024

কেন্দ্রের সব পরীক্ষার্থী ভুয়া, সচিবসহ ৫৮ জন আটক

 ইত্তেফাক অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪


নওগাঁয় এবারের দাখিল পরীক্ষায় ভয়াবহ প্রক্সির ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রের ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই ভুয়া শনাক্ত হয়েছে। কেন্দ্র সচিবসহ ৫৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নজিরবিহীন এই প্রক্সিকাণ্ড ঘটেছে নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা তদন্তে যাচাই-বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো হবে।


সাপাহার থানার ওসি পলাশ চন্দ্র দেব সাংবাদিকদের জানান, আটক শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।

জানা গেছে, এর আগে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় একইভাবে অংশগ্রহণ করে ওই শিক্ষার্থীরা। আজ পরীক্ষা দিতে এসে তারা ধরা পড়ে।


গত ১৫ ফেব্রুয়ারি মাদরাসা বোর্ডের অধীনে শুরু হয়েছে এবারের দাখিল পরীক্ষা। এতে অংশ নিচ্ছে দুই লাখ ৯০ হাজার ৯৪০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ ও ছাত্রী ৩১ হাজার ৫৩২।


দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। ১৬-৩০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages