শিক্ষক নিয়োগের ফল কবে জানালেন গণশিক্ষা সচিব - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 7, 2024

শিক্ষক নিয়োগের ফল কবে জানালেন গণশিক্ষা সচিব

 অনলাইন ডেস্ক



ক্লাসে শিক্ষক। ফাইল ফটো


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

প্রাথমিকের সচিব জানান, ১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর আগেই এ সিদ্ধান্ত হয়েছে।



প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, এ সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করতে পারব।

জানা গেছে, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা ইতোমধ্যে স্ক্রিনিং শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সভা করবে বুয়েট। তারপর ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেন। এ ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী। ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages