যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সবাইকে ইয়েমেন ত্যাগের নির্দেশ হাউছিদের - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 24, 2024

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সবাইকে ইয়েমেন ত্যাগের নির্দেশ হাউছিদের

 নয়া দিগন্ত অনলাইন   ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮

ইয়েমেনের হাউছিরা জাতিসঙ্ঘ এবং এর সংস্থাগুলোর স্টাফ হিসেবে ইয়েমেনে কর্মরত সকল মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের এক মাসের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। জাতিসঙ্ঘের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।


ওই নির্দেশ-সংবলিত চিঠিটি ইস্যু করা হয়েছিল ২০ জানুয়ারি। এতে হাউছি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় জাতিসঙ্ঘ রেসিডেন্ট কো-অর্ডিনেটরকে বলা হয়, তাদের ব্রিটিশ ও মার্কিন নাগরিকদের দেশটি ত্যাগ করতে হবে।


চিঠিতে বলা হয়, 'তাদেরকে চূড়ান্ত সীমা অতিক্রমের আগেই যত দ্রুত সম্ভবত চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।'


হাউছিরা ইয়েমেনের একটি অংশের ওপর নিয়ন্ত্রণ রাখলেও পুরো দেশের প্রায় সব স্থানে তাদের প্রভাব রয়েছে।

জাতিসঙ্ঘের এক কর্মকর্তা হাউছিদের চিঠিটি পাওয়ার কথা এএফপিকে নিশ্চিত করেছেন।



পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এএফপিকে বলেন, 'জাতিসঙ্ঘ এবং এর অংশীদারদের বিষয়টি মনে রাখতে হবে এবং পরবর্তী পর্যায়ে কী হয়, তার জন্য আমরা অপেক্ষা করছি।'


উল্লেখ্য, ইয়েমেনে জাতিসঙ্ঘের মানবিক সমন্বয়কারী পিটার হাউকিন্সও ব্রিটিশ নাগরিক।


হাউছিদের অবস্থানে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের হামলার প্রেক্ষাপটে দেশ দুটির নাগরিকদের বহিষ্কার করার নির্দেশ দিলো তারা। উল্লেখ্য, হাউছিরা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইল-সম্পর্কিত বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। তারা বলছে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হলে তারা এই হামলা অব্যাহত রাখবে।



হাউছিরা প্রায় এক দশক ধরে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এই যুদ্ধ ইয়েমেনকে আরব উপদ্বীপের সবচেয়ে গরিব দেশে পরিণত করেছে।


সূত্র : আরব নিউজ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages