‘আমাদের ভালোবাসার জয়’, বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে মালদহের সমকামী যুগলের - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 25, 2024

‘আমাদের ভালোবাসার জয়’, বাড়ি থেকে পালিয়ে মন্দিরে বিয়ে মালদহের সমকামী যুগলের

 সোশাল মিডিয়ায় আলাপের পরই সম্পর্কে জড়িয়ে পড়েন মালদহের দুই তরুণী।

মন্দিরে বিয়ে দুই তরুণীর

Published by: Sayani Sen
Posted:January 25, 2024 5:03 pm Updated:January 25, 2024 5:03 pm
বাবুল হক, মালদহ: সোশাল মিডিয়ায় পরিচয়। ফোন নম্বর বিনিময়। চ্যাট, মেসেজ, হোয়াটসঅ্যাপ। সামাজিক মাধ্যমে ঘনঘন যোগাযোগের দৌলতে দুজনই দুজনকে ভালোবেসে ফেলেন। অবশেষে কালীমন্দিরে গিয়ে মালাবদল করে বিয়ে করলেন দুজনে। সমকামী যুগলের বিয়ে নিয়ে আপাতত মালদহে চলছে জোর চর্চা।

বুধবার রাতে মালদহ শহরের হ্যান্টা কালীবাড়ি মন্দিরে গিয়ে বিয়ে করেন কালিয়াচকের পপি মণ্ডল আর বামনগোলার প্রতিমা বিশ্বাস। পপি কলেজ ছাত্রী। সাউথ মালদহ কলেজে প্রথম বর্ষে পাঠরত তিনি। আর বামনগোলা থানা এলাকার বাসিন্দা প্রতিমা বিশ্বাস নালাগোলার একটি স্কুলে পড়াশোনা করে। দুজনেই প্রাপ্তবয়স্ক। তাঁরা মাঝরাতে হঠাৎ হাজির হন মালদহ মেডিক্যাল কলেজ লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের হ্যান্টা কালীবাড়ি মন্দিরে। প্রত্যক্ষদর্শীরা জানান, মা হ্যান্টাকালীকে সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। সিঁদুর দান, মালাবদল পর্বও সেরে ফেলেন তাঁরা। তবে কোনও পুরোহিতকে মন্ত্র উচ্চারণ করতে দেখা যায়নি। সঙ্গে ছিলেন তাঁদের কয়েকজন বন্ধুবান্ধব। তাঁরাই বিয়েতে সাহায্য করেন।
দীর্ঘ বিতর্কের পর সমকামিতায় সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু দেশে এখনও সমকামী বিয়ের স্বীকৃতি মেলেনি। তবে তা নিয়ে মাথাব্যথা নেই সমকামী যুগলের। প্রেমে বুঁদ হয়ে একে অপরকে বিয়ে করেছেন, আপাতত জীবনের নতুন অধ্যায় ছাড়া আর কিছুই ভাবতে চান না তাঁরা। দুই তরুণীর মধ্যে বিয়ে হচ্ছে শুনে মাঝরাতে ওই মন্দিরের সামনে ভিড় জমান স্থানীয়রা। সমকামী যুগল জানান, পরিবারের সমর্থন না মেলায় তাঁরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। সামাজিক সমালোচনার ভয় তাঁরা করেন না বলেও সাফ জানান। তাঁরা বলেন, “আমাদের ভালোবাসার জয় হয়েছে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages