আমদানির জন্য ভারতকে পণ্যের তালিকা দেবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 25, 2024

আমদানির জন্য ভারতকে পণ্যের তালিকা দেবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

 প্রকাশিত: ১৭:৫৮, ২৫ জানুয়ারি ২০২৪

 আপডেট: ১৭:৫৯, ২৫ জানুয়ারি ২০২৪


বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত


বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জরুরি মুহূর্তে পেঁয়াজ, চিনি, আদা-রসুন ইত্যাদি আমদানি করতে ভারতের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি তালিকা দেবে সরকার। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু যেকোনো সংকটে আমাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


আহসানুল ইসলাম টিটু বলেন, ঢাকা-দিল্লির মধ্যকার আমদানি-রফতানি পরিসংখ্যান তুলে ধরে ভারতকে বাংলাদেশ থেকে আরো বেশি পণ্য আমদানির আহ্বান জানানো হয়েছে। এ সময় সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করে বাংলাদেশের হস্তশিল্প, ইলেক্ট্রনিকস, পাটজাত ও চামড়াজাত পণ্য এবং খাদ্যপণ্য প্রবেশের সুযোগ তৈরিরও অনুরোধ জানানো হয়েছে।


তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বর্ডার হাটগুলো সক্রিয় করা হবে। মৌলভীবাজারে একটি বর্ডার হাট যৌথভাবে উদ্বোধন সম্মত হয়েছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া নতুন বর্ডার হাট চালুর লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।


এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


ডেইলি-বাংলাদেশ/জেডআর


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages