রেললাইনে বসে ফ্রি-ফায়ার খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়ল দুই স্কুলছাত্র - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 22, 2024

রেললাইনে বসে ফ্রি-ফায়ার খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়ল দুই স্কুলছাত্র

 জামালপুর প্রতিনিধি


 প্রকাশিত: ১৪:৫৩, ২২ জানুয়ারি ২০২৪

ফাইল ফটো


জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।


সোমবার দুপুর দেড়টার দিকে দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।



বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ।



তিনি জানান, দুপুরে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলছিলেন ওই দুই স্কুলছাত্র। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। 



তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। 



ডেইলি-বাংলাদেশ/এসআরএস


আরও পড়ুন: উপজেলা নির্বাচন শুরু হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages