১০ বছর পর বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 28, 2024

১০ বছর পর বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

  নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:০৫, ২৮ জানুয়ারি ২০২৪

জাকির তালুকদার ও তার ফেসবুক পোস্ট

দশ বছর পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।
রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ সঙ্গে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেছেন জাকির তালুকদার।
এ বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা এক-দুই দিনের মধ্যেই বাংলা একাডেমি মহাপরিচালক পেয়ে যাবেন।

তবে বাংলা একাডেমি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

জাকির তালুকদার ২০১৪ সালে বাংলা একাডেমি থেকে এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। দশ বছর পর তিনি এটি ফেরত দিলেন। তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি পরে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

জাকির তালুকদার বেড়ে উঠেছেন নাটোরে। তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্য-অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন।তার উপন্যাসের মধ্যে রয়েছে কুরসিনামা, বহিরাগত, মুসলমানমঙ্গল, পিতৃগণ, কবি ও কামিনী, মৃত্যুগন্ধী। এছাড়া গল্প, প্রবন্ধ, ছড়া, অনুবাদসহ ৩ ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে।

/এসবি/

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages