‘গ্রেফতার অর্ধশতাধিক, মঈন খানকে আটকের পর ছাড়’, এটি নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর। এতে বলা হয়, দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিনকে ঘিরে গতকাল রাজধানীর মোট সাত জায়গা থেকে কালো পতাকা মিছিল বের করার কর্মসূচি ছিল বিএনপি’র। কিন্তু পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
পুলিশ এ সময় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করে। সেইসাথে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উত্তরার একটি স্পট থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল বের করতে চাইলে পুলিশ তাকে আটক করে এবং ঘণ্টাখানেক পরে আবার তাকে ছেড়েও দেয়া হয়।
এ বিষয়ে পুলিশের উত্তরা পশ্চিমের এডিসি সালাহউদ্দিন বলেন, “তারা (বিএনপি) সমাবেশের চেষ্টা করেছিল। কিন্তু এটা ছিল অনুমোদনহীন। তারা দরখাস্ত করেছিল, কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে এটা অনুমোদন করা হয়নি। যে কারণে আমরা মিছিলকে ছত্রভঙ্গ করে দিয়েছি।”

No comments:
Post a Comment