ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ. এইচ. এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এতে ১২ জনেরও বেশি শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টা ২৫ মিনিট সময়ে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক আহত তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- গাইবান্ধার আজাদুল (৩৫), চাপাইনবাবগঞ্জের সিফাত (২২), রাজশাহী গোদাগাড়ির শিহাব (২৫)। তাদেরকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ৮, ২৫ ও ৩১ নম্বর ওর্য়াডে ভর্তি করা হয়েছে।
কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ২০২২ সালের জানুয়ারি মাসে এ ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের পথে। মঙ্গলবার হলের উত্তর-পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে ধসে পড়ে এ ছাদ।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, শহীদ এএইচএম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ পড়েছে। আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। এছাড়া আহতদের উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আর কেউ চাপা পড়েছেন কি না তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।
পিডিএস/এমএইউ


No comments:
Post a Comment