দুই বড় দলের অবস্থানের কারণে অবাধ নির্বাচন হয়নি
টিআইবির সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে দুই বড় দলের বিপরীতমুখী ও অনড় অবস্থানের কারণে অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচন হয়নি। নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নের লড়াইয়ে দেশের গণতান্ত্রিক
ভবিষ্যতের জিম্মিদশা আরও প্রকট হয়েছে। এমন নির্বাচনের অভিজ্ঞতা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। গতকাল রাজধানীর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি কার্যালয়ের মাইডাস সেন্টারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তাদের প্রকাশিত পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দেওয়া হলেও বেশির ভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না ২৪১টি আসনের ভোট। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে 'একপক্ষীয়', 'প্রতিপক্ষহীন' এবং 'পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ' বলে প্রতিবেদনে উল্লেখ করে টিআইবি। নির্বাচন কমিশনের সমালোচনা করে ড.
ইফতেখারুজ্জামান বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত সীমারেখার নামে কখনো অপারগ হয়ে, কখনো কৌশলে একতরফা নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করেছে নির্বাচন কমিশন। অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিশেষ করে আইন এরপর পৃষ্ঠা ১১ কলাম ৬

No comments:
Post a Comment