রাজনীতি- সেমি লিড
- চ্যানেল আই অনলাইন ২৪ জানুয়ারি, ২০২৪ ১৯:৫৬
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে উস্কানি দেওয়ার মাধ্যমে উত্তেজনা ও অশান্তি সৃষ্টির দায়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই দাবি জানান।
জাসদ নেতারা বলেন, ‘চরম উগ্র, জঙ্গি ও ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎস ট্রান্সজেন্ডার ও হিজড়া ইস্যুতে ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহার এবং বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতে চাইছেন। তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।’
বিবৃতিতে এই উগ্রবাদী, জঙ্গিবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের ‘শরীফার গল্প’ শিরোনামের গল্প নিয়ে উদ্ভূত আলোচনার সৃষ্টি হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আলোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। এ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।


No comments:
Post a Comment