বিদ্যুতের দেনা মেটাতে ২০০০ কোটি টাকার বন্ড ছাড়লো সরকার - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 25, 2024

বিদ্যুতের দেনা মেটাতে ২০০০ কোটি টাকার বন্ড ছাড়লো সরকার

 অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১০:৫৮, ২৫ জানুয়ারি ২০২৪


বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর (আইপিপি) বকেয়া পরিশোধ শুরু করেছে সরকার। এজন্য বুধবার (২৪ জানুয়ারি) পূবালী ব্যাংক এবং দ্য সিটি ব্যাংক পিএলসিকে ২০০০ কোটি টাকার বন্ড ইস্যু করেছে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে সামিট, কনফিডেন্স, আনলিমা, ইউনাইটেড, লাখধানাভী, বাংলা ট্র্যাক, বারাকা এবং এনার্জিপ্যাক পাওয়ারের দেনা শোধ করা হয়েছে। 

অর্থ বিভাগের ট্রেজারি অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট অনুবিভাগের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সব পাওনা পরিশোধ করা হবে। এতে প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে হবে সরকারকে। ইতোমধ্যে সিটি ব্যাংকের অনুকূলে ১ হাজার ৯৮৫ কোটি টাকা এবং পূবালী ব্যাংকের অনুকূলে ৭৮ কোটি টাকা দেয়া হয়েছে। উভয় বন্ডের মেয়াদ ১০ বছর এবং সুদহার বাংলাদেশ ব্যাংকের রেপো রেটের সমান। বর্তমানে যা ৮ শতাংশ।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি এবং সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান বলেন, কিছু স্থানীয় বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে প্রাপ্যের বিপরীতে কার্যকরী মূলধন রয়েছে। সেসব ব্যাংকে অর্থ মন্ত্রণালয় সমর্থিত বন্ড ইস্যু শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে যে পরিমাণ ভর্তুকি বিপিডিবি পায়নি, সেই সমপরিমাণ বন্ড ছাড়া হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইপিপিগুলোর পাওনা এভাবে পরিশোধ করা হবে। দীর্ঘদিনের বকেয়া পেতে শুরু করায় বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো সন্তুষ্ট। মাসিক বিল নিয়মিত করবে বিপিডিবি। চুক্তি অনুযায়ী, ৩০ দিনের মধ্যে বিল পরিশোধ শুরু করবে তারা। যাতে আইপিপিগুলো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

গত সপ্তাহে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া এক সপ্তাহের মধ্যে শোধ করা হবে। এজন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন তিনি। অবশেষে সেটাই বাস্তবায়িত হলো।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages