এলএনজি সরবরাহে বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 20, 2024

এলএনজি সরবরাহে বিঘ্ন, বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা

 

কক্সবাজারের মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।


গত বৃহস্পতিবার রাত থেকে এ ত্রুটি দেখা যায়।


শনিবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক ঘোষণায় এসব তথ্য জানানো হয়। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তারা বলেছে, সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে।


ভাসমান টার্মিনালটি মেরামতের পর এলএনজি সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হলেও শনিবার সকাল থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ শুরু হয়।


রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে এসব তথ্য জানা গেছে।


সূত্র জানায়, মেরামত শেষে আনা যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সময়মত চালু করতে না পারায় শুক্রবার চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে গ্যাস সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ে। গ্যাস সংকটে রান্না করতে না পেরে খাবারের কষ্টে পড়েন আবাসিকের গ্রাহকরা।


অন্যদিকে, গ্যাস সংকটে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়।


ঢাকা/হাসান/এনএইচ

সূত্র : রাইজিংবিডি.কম

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages