ড. ইউনূসের সমর্থনে ঢাকায় আসতে চান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 30, 2024

ড. ইউনূসের সমর্থনে ঢাকায় আসতে চান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

 BBC/Bangla

পহেলা জানুয়ারি আদালতে অধ্যাপক ইউনূস

বাংলাদেশে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কি না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তা চাইলে এসে দেখে যেতে পারেন, মাসকয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এই ‘আমন্ত্রণ’ গ্রহণ করে বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক স্তরে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তিত্ব ও নোবেল পুরস্কার বিজেতা।


গত ২৮ জানুয়ারি (রোববার) প্রধানমন্ত্রী হাসিনাকে একটি খোলা চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিটিতে সই করেছেন ১২৫জন নোবেলজয়ী-সহ মোট ২৪২জন বিখ্যাত আন্তর্জাতিক ব্যক্তি।


এর আগেও বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায়ের মাধ্যমে ও দুর্নীতি দমন কমিশনের করা মামলায় 'বিচারিক হয়রানি' হচ্ছে বলে দাবি করে একাধিকবার সরকারকে চিঠি দিয়েছেন নোবেল বিজয়ী-সহ বিশ্ব নেতারা।


এই পটভূমিতেই গত বছরের অগাস্ট মাসের শেষ দিকে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব মামলা অন্যায়ভাবে করা হয়েছে কি না বা অধ্যাপক ইউনূসের প্রতি কোনও অবিচার হয়েছে কি না, তা দেখার জন্য বিশেষজ্ঞ বা আইনজীবী পাঠাতে তাদের 'আমন্ত্রণ' জানান। আমন্ত্রণের আকারে পেশ করা হলেও সেটি ছিল কার্যত সরকারের ছুড়ে দেওয়া একটি চ্যালেঞ্জ।

এরপর ২৮শে জানুয়ারির ওই চিঠিতে সেই 'আমন্ত্রণ' গ্রহণ করার কথা বলা হয় এবং পরদিন protectyunus.wordpress.com নামে একটি ওয়েবসাইটে সেই চিঠিটি প্রকাশ করা হয়।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages