চলতি মাসেই বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি।
তানিয়া আক্তার।
কামাল তালুকদারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2024, 11:04 PM
Updated : 29 Jan 2024, 11:04 PM
আট দিন আগে ঢাকার হাজারীবাগের যে ভাড়া বাসা থেকে তানিয়া আক্তারের লাশ উদ্ধার করা হয়, সেই সাততলা ভবনটিতে বাইরে থেকে খুনি এসেছিল বলে পুলিশের ধারণা।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইহসানুল ফিরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য ‘মোটামুটি’ বের করা হয়েছে।
"শিগগিরই জানতে পারবেন।”
খুনি তানিয়ার পূর্ব পরিচিত কি না, এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। বলেছেন, “খুনি বাইর থেকে এসেছে। এর বেশি কিছু বলা যাবে না।”
৩৫ বছর বয়সী তানিয়া যে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতেন, সেখানে কোনো দ্বন্দ্ব ছিল কি না, তারও সরাসরি জবাব মেলেনি।
গত ২১ জানুয়ারি হাজারীবাগের একটি সাততলা বাড়ির সাততলার এক বাথরুম থেকে তানিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে তানিয়াকে হত্যা করে বাথরুমে মরদেহ রেখে পালিয়ে যায় খুনি।
তানিয়ার স্বামীর বাড়ি কুমিল্লার কোতয়ালীর পশ্চিম বাগিচাগাঁও, আর বাবারবাড়ি ঢাকার জিগাতলায়। লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর করে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় মন দেন তিনি।
বাবা তোফাজ্জল হোসেনের রেন্ট এ কারের ব্যবসা আর স্বামী আজিজুর রহিমের পারিবারিক ব্যবসা থাকলেও তানিয়া চাইছিলেন স্বনির্ভর হতে।


No comments:
Post a Comment