পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই সম্পর্কে ওই মহিলার দেওর। মহিলার স্বামী টাকার বিনিময়ে ভাইদের দিয়ে স্ত্রী-কে ধর্ষণের পরিকল্পনা করান।
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইয়েদের দিয়ে স্ত্রী-কে গণধর্ষণ করিয়ে খুন করালেন (Woman Gangraped and killed) স্বামী! রীতিমতো শোরগোল ফেলে দেওয়া এই ঘটনা উত্তরপ্রদেশের (Uttarpradesh) ফতেপুরের। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই সম্পর্কে ওই মহিলার দেওর। মহিলার স্বামী টাকার বিনিময়ে ভাইদের দিয়ে স্ত্রী-কে ধর্ষণের পরিকল্পনা করান। ঘটনাটি প্রকাশ্যে আসে ২০ জানুয়ারি। সেই দিন স্থানীয় কয়েকজন একটি নির্মীয়মাণ ভবনের জলের ট্যাঙ্কে মহিলার দেহ দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। দেহের পাশে কিছু পানীয়ের বোতল ও খাবারের অবশেষও পাওয়া যায়।
এরপর পুলিশ তদন্তে নেমে রোহিত লোধি, রামচন্দ্র ওরফে পুট্টু, শিবম ওরফে পঞ্চম ও সোনু লোধিকে গ্রেপ্তার করে। পঞ্চম অভিযুক্ত নানকু লোধি পলাতক। ধৃতরা পুলিশের কাছে জেরায় স্বীকার করেছে, মহিলার স্বামীর নির্দেশেই তাঁরা এই কাজ করেছে। মহিলাকে গণধর্ষণ করার পর ইটের আঘাতে তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়। পরিচয় গোপন করতেই এই কাজ করা হয়েছিল। মহিলার স্বামী দুবাইয়েm (Dubai) রয়েছে। পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে মৃতার স্বামী এই পদক্ষেপ কেন নিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। মৃতদেহের ময়নাতদন্তে গণধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধৃতদের বিস্তারিত জেরা শুরু করেছে।


No comments:
Post a Comment