শুক্রবার থে‌কে মে‌ট্রো‌রেলের সব স্টেশন চালু - All News Paper

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 30, 2023

শুক্রবার থে‌কে মে‌ট্রো‌রেলের সব স্টেশন চালু

 কাগজ প্রতিবেদক


প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ৩:২০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ৫:৪১ অপরাহ্ণ

মেট্রোরেল। ফাইল ছবি

আগামীকাল শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন । এর মাধ্যমে এমআর‌টি-৬ লাইনের দিয়বা‌ড়ী-আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবকটিতেই ট্রেন থামবে এবং যাত্রী উঠানামা করবে। এ ছাড়া মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে। আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।


বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


ডিএমটিসিএলের এমডি বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে। এছাড়া শুক্রবার (৩১ মার্চ) থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে মেট্রোরেল থামবে বলেও জানান তিনি।


গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করে আসছে মেট্রোরেল।


এসএম



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages